Today, we will see some techniques to remove stain from clothing and to make it more specific, I will explain the whole matter in Bangla...(It is Applicable only for Silk, Wool, Cotton, Linen fabric).....
কিছু দাগ(stain) আমরা খুব easily remove করতে পারি, যদি techniques গুলো আমাদের জানা থাকে...
কিছু দাগ(stain) আমরা খুব easily remove করতে পারি, যদি techniques গুলো আমাদের জানা থাকে...
- খয়েরের দাগ (Catichue Stain): কার্পাস ও লিনেন ফেব্রিক হতে খয়েরের দাগ তুলতে Caustic Soda দ্বারা boil করে Potassium Iodide ও Sulphuric Acid solution ট্রিট করতে হয় এবং তারপর Bleaching Powder ও Sulphuric Acid solution এ ট্রিট করলেই দাগ উঠে যায়।
- লিখার কালি (Writing Ink Satin): টাটকা কালির দাগ কাঁচা দুধ দ্বারা উঠানো যায়। দাগের উপর দুধ স্পঞ্জ করে কিছুক্ষন লাগাবার পর গরম পানিতে ধুয়ে ফেলতে হয়। অথবা দাগের উপর কিছু লবন ছড়িয়ে লেবু দ্বারা কিছুক্ষন ঘষাঁর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে রৌদ্রে রাখতে হয়।
- লিখার লাল কালি (Red Ink Stain): একটি ডিমের সমস্ত অংশ মিশ্রিত করে তাতে ২ ফোটা Sulphuric Acid মিশিয়ে দাগে কয়েকবার লাগাতে হবে এবং পরিষ্কার পানিতে ধুলেই দাগ উঠে যাব।
- ছাপার কালির দাগ (Printing Ink Stain): তারপেনটাইন লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে, তারপর পেট্রোল লাগালে দাগ উঠে যাবে।
- আয়োডিন দাগ (Iodine Satin): দাগের অংশ ভিজিয়ে তাতে Soda ঘষে ধুয়ে ফেলতে হবে, অথবা Amonia পানিতে ডুবিয়ে এবং দাগ উঠামাত্র পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে।
- লোহার দাগ (Iron Stain): লেবু ও লবণ মিশ্রিত পেস্ট দাগের উপর লাগিয়ে 30 minutes অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে কাপড় না নিংড়িয়ে রৌদ্রে ঝুলিয়ে রাখতে হবে।
- ল্যাম্পের কালি (Lamp Black Stain): কেরোসিন তেলে ভিজিয়ে শুকনা কাপড় দ্বারা ঘষে সাবান কাচা করলেই দাগ উঠে যাবে।
- ছাতা পড়া (Mildew): লবণ ছড়িয়ে লেবু দ্বারা ঘষে সাবান কাচা করলেই দাগ উঠে যাবে।
- মোটর তৈল ও আলকাতরা (Motor Oil & Tar Stain): Olive oil লাগিয়ে এক রাত রেখে দিতে হবে। পরদিন সাবান কাচা করলেই দাগ উঠে যাবে।
- ঘামের দাগ (Perspiration Stain): Vinegar অথবা Caustic Soda স্পঞ্জ করে ধুয়ে ফেলতে হবে। সাদা কাপড় হলে সোহাগার (Borax) পানিতে ধুতে হবে।
No comments:
Post a Comment